Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা রিসোর্স সেন্টার বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রাণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রাথমিক শিক্ষা কাঠামোয় একটি নবতর সংযোজন। সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এ দপ্তরটি প্রতিষ্ঠিত হয়েছে। মূলত: বাংলাদেশের প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত মান নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকগণ সমস্ত চাকুরী জীবনে কেবলমাত্র একবার এক বছর মেয়াদী সি-ইন-এড প্রশিক্ষণ লাভ করতেন। এছাড়া অন্য কোন প্রশিক্ষণ লাভের সুযোগ তাদের ছিলনা। কিন্তু শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। তাই প্রাথমিক শিক্ষার সর্ব সাম্প্রতিক ধারণা ও অভিজ্ঞতাসমূহ শিক্ষকদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের যথাযথভাবে প্রশিক্ষিত করে তোলার জন্য উপজেলা রিসোর্স সেন্টারসমূহ বিভিন্ন স্বল্প মেয়াদী প্রশিক্ষণের আয়োজন করে থাকে। সেই সাথে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান শিক্ষকগণ যথাযথভাবে শ্রেণীপাঠদানে প্রয়োগ করছেন কিনা তা উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তাগণ নিবিড়ভারে মনিটরিং করেন। এছাড়া প্রাথমিক শিক্ষা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করাও উপজেলা রিসোর্স সেন্টারসমূহের অন্যতম একটি কার্যক্রম। এছাড়াও কোন উপজেলার প্রাথমিক শিক্ষার সাংবাৎসরিক কার্যক্রম তুলে ধরার জন্য প্রতি বছর উপজেলা রিসোর্স সেন্টার হতে একটি করে নিউজ লেটার প্রকাশিত হয়।

 

 উপজেলা রিসোর্স সেন্টারের অফিস প্রধানের পদবী ইন্সট্রাক্টর। তাঁর অধীনে একজন সহকারী ইনসট্রাক্টর, একজন ডাটা এন্ট্রি অপারেটর এবং একজন নৈশ প্রহরী কর্মরত থাকেন।